Logo
Logo
×

সারাদেশ

‘পুরো দেশের মানুষ এক হয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে’

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

‘পুরো দেশের মানুষ এক হয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে’

ছবি: যুগান্তর

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন। দেশের মানুষের স্বার্থেই খালেদা জিয়ার সুস্থতা জরুরি।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় ভোটারদের ভোটে আমি নির্বাচিত হব। আমি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন করব। টাঙ্গাইল থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং দূর করব।

শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি শ্যামল হোড়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমাম তপন, সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। এ সময় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম