Logo
Logo
×

সারাদেশ

পাথর বোঝাই ট্রাক পারাপারে

হবিগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পিএম

হবিগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: যুগান্তর

হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্না বেইলি ব্রিজের দুটি পাটাতন ভেঙে পড়েছে। একটি পাথরবোঝাই ট্রাক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি ব্রিজের মাঝখানে আটকে যায়। ফলে বন্ধ হয়ে গেছে দুটি উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ইতোমধ্যেই ব্রিজটি মেরামতে সড়ক ও জনপথ বিভাগ কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করা সম্ভব হবে।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ইতোমধ্যে ট্রাকটি সরানোর জন্য রেকার এসেছে। ট্রাকটি পাথর বোঝাই হওয়ায় অনেক ভারি। তাই এটি এমনি রেকার দিয়ে সরানো সম্ভব নয়। এটি আনলোড করা হচ্ছে। আশা করছি সন্ধ্যার মধ্যেই আনলোড করে ট্রাকটি সরানো সম্ভব হবে।

তিনি বলেন, রাতে ব্রিজটির মেরামত কাজ করা হবে। শনিবার সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম