Logo
Logo
×

সারাদেশ

মালিক জুমার নামাজে গেলে জুয়েলার্সে চুরি

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পিএম

মালিক জুমার নামাজে গেলে জুয়েলার্সে চুরি

মালিক জুমার নামাজ পড়তে কেরানীগঞ্জে একটি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আটি বাজারে দোকানের তালা ভেঙে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

দোকানের মালিক জমসের মিয়া জানান, তিনি জুমার নামাজ পড়তে গিয়ে দোকান বন্ধ করে রাখেন। এ সময় একটি মাইক্রোবাসযোগে আসা একদল দুর্বৃত্ত দোকানের প্রধান দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দ্রুত সময়ের মধ্যে তারা শোকেসে থাকা ৮৮টি স্বর্ণের আংটি এবং ২৫টি গলার চেইন নিয়ে পালিয়ে যায়।

জমসের মিয়া আরও বলেন, নামাজ শেষ হওয়ার পর স্থানীয় লোকজন আমাকে জানায় দোকানে চুরি হয়েছে। দোকানে এসে দেখি তালা ভাঙা, ভেতরটা এলোমেলো। শোকেসে রাখা সব স্বর্ণালংকার গায়েব। ঘটনার পর তিনি কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একটি দল কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম