Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুর বিএনপির আহ্বায়ক হিরণকে বহিষ্কারের নেপথ্যে...

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০১ এএম

গৌরীপুর বিএনপির আহ্বায়ক হিরণকে বহিষ্কারের নেপথ্যে...

গৌরীপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে বহিষ্কার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদকে। 

এ দায়িত্ব প্রদান করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। উভয়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে বিএনপির প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত হিরণের স্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এম ইকবাল হোসেইনকে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়। এ ঘটনার পরপরই মনোনয়ন পরিবর্তনের দাবিতে হিরণ সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম