Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ এএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোহার উপজেলা হিন্দু সম্প্রদায়ের আয়োজনে আশীর্বাদ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোহার উপজেলা হিন্দু সম্প্রদায়ের আয়োজনে আশীর্বাদ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়া গোলাবাড়ি হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

অ্যাডভোকেট রঞ্জিত সাহার সভাপতিত্বে ও দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা বিএনপির সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, পূজা উদ্যাপন পরিষদের খেলারাম সরকার, কোমল চন্দ্র পাল, রিপন রাজবংশী, পঙ্কজ ঘোষ, হিন্দু মহাজোটের মেহের কুমার দাস, চন্দন মোদক, সবুজ সরকার।

অপরদিকে, নবাবগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন আহমেদের উদ্যোগে। শুক্রবার বাদ জুমা শোল্লার সিংহরায় এ অনুষ্ঠানে ছাত্রদল নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা গোলাম মোস্তফা, আমজাদ হোসেন চুন্নু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম