Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমবে

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ এএম

চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমবে

প্রতীকী ছবি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শীত ধীরে ধীরে জেঁকে বসেছে। ভোরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে তৈরি হয়েছে মৌসুমি আমেজ। কয়েক দিন ধরেই সকাল-সন্ধ্যায় তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে।

গ্রামগঞ্জের বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা যায় নিম্নআয়সহ সব শ্রেণির মানুষগুলোকে।

শুক্রবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

শনিবার থেকে তাপমাত্রা আরও কমতে থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি বলেন, শনিবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম