স্বজনসহ ৮ জন সেরা স্বেচ্ছাসেবককে সংবর্ধনা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গৌরীপুরে রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার ‘প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ’ স্লোগানে বর্ণিল শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান ও স্বেচ্ছাসেবমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর স্বজন সমাবেশ ও চারটি প্রতিষ্ঠানের আট জন সেরা স্বেচ্ছাসেবককে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব। সঞ্চালনা করেন সম্পাদক রমজানুর আহমেদ নাজিম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক মো. সেলিম।
স্বেচ্ছায় খাল পরিষ্কার, রাস্তা মেরামত, রক্তদান-বৃক্ষরোপণসহ মানবিক কার্যক্রমের জন্য শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন নির্বাচিত হয় দেশের শীর্ষ পাঠকপ্রিয় যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ। ক্রেস্ট গ্রহণ করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক ও সম্পাদক কবি সেলিম আল রাজ।
এছাড়াও সংবর্ধিত সেরা স্বেচ্ছাসেবকরা হলেন- গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সিইউও ইমরান হাসান, ক্যাডেট কর্পোরাল ইয়াসিন আরাফাত, গৌরীপুর সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিটের মো. বিজয় মিয়া, ডালিয়া আক্তার পুষ্প, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সুমাইয়া আক্তার বৈশাখী, আরিফ হোসেন, চন্দপাড়া মুক্ত স্কাউটস গ্রুপের ফারহান আবসার তাঈফ ও আলেয়া আক্তার মিম।
