Logo
Logo
×

সারাদেশ

মক্তবে অন্যদের ছুটি দিয়ে শিশুকে ধর্ষণ

Icon

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ এএম

মক্তবে অন্যদের ছুটি দিয়ে শিশুকে ধর্ষণ

ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামে মক্তবে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু। এ সময় মক্তবে পড়তে যাওয়া অন্য শিশুদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় মাদ্রাসাছাত্র মোজাম্মেল হক। বৃহস্পতিবার সকালে মোল্যা বাড়ি জামে মসজিদ মক্তবে ওই ঘটনা ঘটে।

অভিযুক্ত মাদ্রাসাছাত্র মোজাম্মেল হক ওই মসজিদ মক্তবে শিশুদের আরবি পড়াতেন।

শুক্রবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা ওই শিশুর মা চরভদ্রাসন থানায় মামলা করেছেন।

জানা গেছে, অভিযুক্ত মোজাম্মেল উপজেলার জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম মাদ্রাসায় মাওলানা বিভাগের ছাত্র। সে মসজিদের পাশে এক বাড়িতে লজিং থেকে মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি ঈমামতি করে আসছিল। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুরের কালিকাপুর গ্রামে।

জানা যায়, ঘটনার দিন ভোরে ফজরের নামাজের পর মোজাম্মেল শিশুদের আরবি শেখাচ্ছিল। এ সময় সে ওই শিশুকে বলে, পড়াশেষে সবাই চলে গেলেও তুমি বাড়িতে যেয়ো না। আমি তোমাকে আলাদাভাবে পড়াব। শিশুদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে মোজাম্মেল ওই শিশুকে মসজিদের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়ি গিয়ে বিষয়টি ওই শিশু তার মাকে জানায়।

চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান বলেন, ধর্ষণের আলামত সংগ্রহ করে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম