Logo
Logo
×

সারাদেশ

ঋণের টাকা শোধ না করায় হত্যা

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ এএম

ঋণের টাকা শোধ না করায় হত্যা

দৌলতপুরে ঋণের টাকা পরিশোধ না করায় রফিক ইসলামকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার সকালে মামলার পর পুলিশ ফারুক হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ বলছে, রফিক ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে আল আমিন নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু একাধিকবার চাওয়ার পরও সেই টাকা পরিশোধ না করায় ক্ষিপ্ত হয়ে আল আমিন লোকজন নিয়ে রফিককে গুলি করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পচাভিটা এলাকায় একটি চায়ের দোকানে রফিককে গুলি করে হত্যা করা হয়। এ সময় দুজন আহত হন।

নিহত রফিকুল ইসলাম উপজেলার পচাভিটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া খাতুন দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।

ওসি সোলাইমান শেখ বলেন, গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম