Logo
Logo
×

সারাদেশ

বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ এএম

বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

চট্টগ্রামের হাটহাজারী বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে করে রবিউল হোসেন বাবু নামে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৫ নভেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্দাকিনী গ্রামের নাজিরহাট রেলস্টেশনের অদূরে মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল হোসেন বাবু (৪০) ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট রেলস্টেশন এলাকার একজন ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলেন-একই বাড়ির মো. ইমরুল হোসেন বাচ্চু (৩৫) ও মো. ইমন(২৩)।

ঘটনার পরপর স্থানীয় জনতা ছুরিকাঘাতকারী মো. জসিমকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। ছুরিকাঘাতকারী জসিম (৪৮) একই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের পুত্র। তিনি পেশায় একজন জিপ (চাঁদের গাড়ি) চালক। গত এক বছর ধরে তিনি (জসিম) মানসিক রোগে আক্রান্ত বলে জানিয়েছে এলাকাবাসী।

ঘটনা সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সেলিম জাহাঙ্গীর জানান, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট রেলস্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক চলছিল। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই জসিম ছুরি এনে বাবুর গলায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাবু ঘটনাস্থলেই মারা যান।

ওই সময় বৈঠকে উপস্থিত স্থানীয় লোকজন বাবুকে উদ্ধার করতে গেলে জসিম তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করে। এতে ইমন ও বাচ্চু নামে আরও দুইজন জসিমের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে গুরুত্বর আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন খুনি জসিমকে স্থানীয় আজমির হোটেলে আটক করে রাখার খবর পাওয়া গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম