Logo
Logo
×

সারাদেশ

দুর্বৃত্তের আগুনে পুড়ল এসিল্যান্ড ও সাব-রেজিস্টারের কার্যালয়

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পিএম

দুর্বৃত্তের আগুনে পুড়ল এসিল্যান্ড ও সাব-রেজিস্টারের কার্যালয়

মাগুরায় সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা সাব রেজিস্টারের কার্যালয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: যুগান্তর

মাগুরায় সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা সাব রেজিস্টারের কার্যালয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে কার্যালয় দুটির জানালা দরজার নিচ থেকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

এতে উভয় কার্যালয়ের বিভিন্ন কক্ষে থাকা দলিলপত্র, নগদ স্ট্যাম্প, রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার পুড়ে যায়।

ঘটনার পর ভূমি অফিসের নাইটগার্ড ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থল থেকে বোতল ও পেট্টল উদ্ধার করা হয়েছে।

পুলিশ ইতোমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ভূমি অফিস কিংবা সাব রেজিস্ট্রি কার্যালয়- কোনো অফিস থেকেই এখন পর্যন্ত এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এই নাশকতার পেছনে কারা রয়েছে সেটি খুঁজতে পুলিশ নিজ উদ্যোগে তদন্ত শুরু করে দিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম