প্রবাসী দুলাভাই ও শ্যালককে কুপিয়ে জখম, মোটরসাইকেলে আগুন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় ইতালি প্রবাসী দুলাভাই ও শ্যালককে কুপিয়ে জখম করে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় ইতালি প্রবাসী দুলাভাই ও শ্যালককে কুপিয়ে জখম করে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টায় ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পৌর এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভায়। এরপর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি হাইওয়ে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা শ্যালক ও দুলাভাই দুজনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে একজনের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।
গুরুতর আহত হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মন্নু শেখের পুত্র
ইতালি প্রবাসী মেহেদী হাসান ও শ্যালক একই গ্রামের হারেছ মাতুব্বরের পুত্র শামিম মাতুব্বর।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আবু জাফর বলেন, ভোর ৫টায় ডাকাত মহাসড়কের ওপর এবং ভাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনে আক্রমণ করেছে। একটি মোটরসাইকেলে দুজন আরোহী ছিল তাদেরকে বেঁধে মারধর করেছে এবং তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে। পরে ডাকাতটা পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি পানি দিয়ে নিভাই।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বলেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি আমরা উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

