নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে আপন দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গিলন্ড গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- আজগর আলীর ছেলে জুনায়েদ ও আকবর আলীর ছেলে জামিল।তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।তাদের দুজনের বয়স আড়াই বছর।
শিশু জুনায়েদের বাবা আজগর আলী ঢাকার একটি পোশাক কারখানায় এবং জামিলের বাবা আকবর আলী ঢাকার একটি পানের দোকানে কাজ করেন। তারা আপন দুই ভাই।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি দাদির সাথে স্থানীয় কালিগঙ্গা নদীর পাাড়ে একটি খেলার মাঠের পাশের বাড়ি থেকে দুধ আনতে যায়। এ সময় কোনো এক ফাঁকে তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তারা।
পরে নদী থেকে দুজনকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ দুটি স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

