সুন্দরবনে খাবার পানি সংকট নিরসনে ডিস্যালাইনেশন প্ল্যান্ট সূচনা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার দাকোপের সুতারখালী ইউনিয়নের সুন্দরবনের গহীনে কালাবগী বেড়িবাঁধ এলাকায় বঞ্চিত মানুষের তীব্র খাবার পানির সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ডিস্যালাইনেশন প্ল্যান্ট স্থাপনের সূচনা অনুষ্ঠান হয়েছে। এতে খাবার সংকটে থাকা নিম্ন আয়ের পরিবার থেকে নারী প্রতিনিধিদের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। যাদের মধ্যে প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় তিন হাজার লিটার সুপেয় পানি সরবরাহ করা হবে। অনুষ্ঠানে আসা নারীরা যুগের পর যুগ খাবার পানির সংকটে থাকার কারণে নানাবিধ শারীরিক সমস্যার কথাও তুলে ধরেন এবং প্ল্যান্টের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা হলে তারা খুবই উপকৃত হবে বলে জানান।
উল্লেখ্য বিভিন্ন সময়ে বন্যা, ঘূর্ণিঝড়ের কারণে এই এলাকার নদী, পুকুর ও ভূগর্ভস্থ পানিতে অতিরিক্ত লবণাক্তসহ উচ্চ খনিজের কারণে পানের অযোগ্য।
লবণাক্ত পানির কারণে উপকূল এলাকার মানুষের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা লেগেই আছে বিশেষ করে নারীরা ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির আছেন। উপকূলীয় এলাকায় লবণ পানির কারণে নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সূত্রমতে- লবণাক্ত পানির প্রভাবে উপকূলের গর্ভবতী নারীদের এক্লামশিয়া/খিঁচুনি, প্রি এক্লামশিয়া, উচ্চ রক্তচাপ, মাথা ঘোরানো, অঙ্গহানীসহ মাতৃমৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। ফলে গর্ভের ভ্রুন ও শিশুর স্বাস্থ্য মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি মাতৃগর্ভেই মৃত্যু হচ্ছে।
অনুষ্ঠানে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে ডা. শাকিল আরিফ চৌধুরী ও ডা. দলিলুর রহমান বেড়িবাঁধের পাশে প্রয়োজনীয় জমি ক্রয়, প্ল্যান্টের জন্য নির্মাণ কাজ, প্ল্যান্ট স্থাপনের জন্য ইঞ্জিনিয়ারিং কোম্পানি নিশ্চিত করে আগামী বছর জানুয়ারি মাসে প্ল্যান্ট থেকে স্থানীয়দের জন্য খাবার পানি সরবরাহের ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠক তুষার ফেরদৌস, মিনা খান, জুবায়ের প্রমুখ।
