মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন
মানিকগঞ্জে বিনামূল্যে ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা
যুগান্তরর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জে প্রান্তিক ও অসহায় দুই হাজার মানুষ মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিনামূল্যে রোগ নির্ণয় এবং ওষুধ সেবা পেয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সদর উপজেলার পুটাইলের ঘোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপাী ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীরা এ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা ও মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। এ সময় তিনি বলেন, মানিকগঞ্জের বহু মানুষ দূরত্ব বা আর্থিক সমস্যার কারণে সময়মতো হাসপাতালে যেতে পারেন না, চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছি।
এ সময় মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই-হাসান, সহকারী অধ্যাপক ডা. জেসমিন আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
