‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এরপর তিনি বিএনপির দায়িত্ব গ্রহণ করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রথমে দলকে সুসংগঠিত করেছিলেন। এরপর দেশের মানুষকে সংগঠিত করেছিলেন। আজকের এই দিনে স্বৈরাচার এরশাদকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার যুগনী হাটখোলা মাঠে আয়োজিত দোয়া মাহফিলে তিনি আরও বলেন, খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি। নিজে নির্যাতন ভোগ করেছেন, জুলুম নিজের ঘাড়ে নিয়েছেন। কিন্তু কখনোই তিনি অন্যায়ের কাছে আপোষ করেননি।
খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসানলয়ে দোয়া ও প্রার্থনা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন। দেশের মানুষের স্বার্থেই বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম ও শফিকুর রহমান খান শফিক প্রমুখ। এ সময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
