সুপারি চুরি করতে গিয়ে প্রাণ গেল কিশোরের
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের লোহাগড়ায় চার কিশোর অন্যের গাছ থেকে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। লোহাগড়া থানা পুলিশ রোববার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত তাজিম চর-আড়িয়াড়া গ্রামের শহিদুল ইসলাম মোল্যার ছেলে।
জানা গেছে, শনিবার রাতে উপজেলার চর-আড়িয়ারা গ্রামের তাজিম মোল্যা ও তার বন্ধু ইনজামুল শেখ, শিপন শেখ এবং ইব্রাহীম শেখ মিলে স্থানীয় একটি দোকানে ক্যারামবোর্ড খেলছিল। পরে রাতে তারা অন্যের গাছ থেকে সুপারি চুরি করতে যায়। এ সময় তাজিম গাছ থেকে পড়ে মারা যায়। এ সময় ভয়ে সঙ্গে থাকা বন্ধুরা তাকে ফেলে রেখেই পালিয়ে যায়।
এদিকে রাতে তাজিম বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। রোববার সকালে স্থানীয় লোকজন তাজিমের বাড়ি সংলগ্ন হবি মৃধার বাড়ির পাশের পুকুরপাড়ে একটি মরদেহ দেখতে পান। খবর শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাজিমের লাশ শনাক্ত করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের বন্ধু ইনজামুল শেখ (১৫), শিপন শেখ (১৭) এবং ইব্রাহীম শেখকে (১৫) আটক করেছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, আটককৃতরা প্রাথমিকভাবে জানিয়েছে তারা বন্ধুরা মিলে রাতে সুপারি ও ডাব চুরি করতে যায়। এ সময় তাজিম গাছ থেকে পড়ে গিয়ে মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
