আগুনে পুড়ে ছাই দুই যুবকের স্বপ্ন
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর মনোহরদী উপজেলায় আগুনে পুড়ে গেছে ‘বটতলা আড্ডা’ নামের একটি রেস্টুরেন্ট। অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া এ রেস্টুরেন্ট পুড়ে গেছে বলে জানান মালিক ওই দুই যুবক।
এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক উজ্জ্বল ভূঁইয়া (২৬) মনোহরদী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উজ্জ্বল ভূঁইয়া ও তার ব্যবসায়িক অংশীদার সাকিব (২৩) দীর্ঘ প্রস্তুতির পর গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে চুলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ‘বটতলা আড্ডা’ রেস্টুরেন্টটির উদ্বোধন করেন। এরপর থেকে তারা যৌথভাবে রেস্টুরেন্টটি পরিচালনা করছিলেন।
উজ্জ্বল ভূঁইয়া অভিযোগে উল্লেখ করেন, ৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ রেস্টুরেন্ট বন্ধ করে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। এরপর একই রাত ২টার দিকে লোকমুখে জানতে পারেন রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে তিনি ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান—রেস্টুরেন্টের একটি ঘর, সিসি ক্যামেরা ও বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে।
তিনি আরও জানান, রাত ১২টা থেকে ২টার মধ্যবর্তী কোনো সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা রেস্টুরেন্টে আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে তাদের আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহতাবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
