|
ফলো করুন |
|
|---|---|
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের তিনটি সোনার বার ও সোনার গহনাসহ বিকাশ কুমার ঘোষ (৩৪) নামে এক যুবককে আটক করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদরের দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত সোনা ওই যুবকের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বিকাশ কুমার ঘোষ বিজিবিকে জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে তিনি স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। ঢাকার তাঁতিবাজার এলাকা থেকে চোরাকারবারিদের কাছ থেকে সোনা সংগ্রহ করেছেন। জব্দকৃত সোনার ওজন ৫১৫.৯ গ্রাম। তার বাজার মূল্য ৯৩ লাখ ৩৬ হাজার ৭৫৮ টাকা।
বিকাশ ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করে সোপর্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তাদের আটকে বিজিবির অভিযান চলছে।
