বিএনপির দুই প্রবীণ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দুই প্রবীণ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তারা হলেন- অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং ড. টিএম মাহবুবুর রহমান। এতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন তাদের কর্মী-সমর্থকরা।
রোববার (৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক রোববার থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
পর্যবেক্ষক মহল মনে করছে, বিএনপির এ সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের সক্রিয় করার উদ্যোগ নেওয়া হলো। বিশেষ করে, কেন্দ্রের কঠোর অবস্থানের কারণে দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকা এই দুই নেতার ফিরে আসা দলের জন্য ইতিবাচক হবে।
গত ১২ জুলাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে। ওই দিন সমিউদ্দীন স্মৃতি কলেজ মাঠে সম্মেলন শেষে বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ছোট ভাইয়ের বহন করা গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ‘হিংসাত্মক ও অশোভন আচরণের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির সুপারিশে মো. সৈয়দ আলম ও ড. টিএম মাহবুবুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে বহিষ্কারের পর থেকেই দলের একাংশ নেতাকর্মীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং আদেশ প্রত্যাহারের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী এই দুই নেতাকে পুনরায় দলে ফিরিয়ে আনার মধ্য দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের বিভেদ ও সংঘাতের অবসান হলো বলে মন্তব্য করেছেন দলের স্থানীয় নেতাকর্মীরা।
