শৈশবের বিদ্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ৬০ বছর পর শৈশবের বিদ্যালয় গিয়ে শিক্ষক, ছাত্র/ছাত্রী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে তার শৈশবের স্মৃতিবিজড়িত মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ রাশেদুল ইসলাম, পররাষ্ট্র উপদেষ্টার স্কুল জীবনের বন্ধু মহিউদ্দিন আজাদ, মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমুখ।
বিদ্যালয়টি জাতীয়করণ, একাডেমিক ভবন নির্মাণ ও খেলার মাঠ সংস্কারের দাবি জানালে পররাষ্ট্র উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করেন। তার বাবার চাকরির সুবাদে তিনি ওই বিদ্যালয়ে অধ্যায়নকালীন অতীত স্মৃতিচারণ করেন এবং স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখেন।
