Logo
Logo
×

সারাদেশ

পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

ছবি: যুগান্তর

বগুড়ায় আটকের সময় বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়েছে রিয়াদ নামে এক মাদক কারবারি। 

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রহমান নগর জিলাদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলী একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে রোববার সন্ধ্যার দিকে শহরের রহমান নগর জিলাদারপাড়ায় ক্যাডেট মাদ্রাসা এলাকায় যান। এ সময় ট্যাপেন্টাডল নেশার ট্যাবলেট বিক্রির সময় রিয়াদ নামে এক মাদক কারবারিকে আটক করেন। এরপর রিয়াদ এটিএসআই বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এ বিষয়ে এটিএসআই বাবর আলী জানান, মাদক মামলার আসামি রিয়াদ ও জিহাদকে আটক করতে গিয়েছিলেন। এ সময় রিয়াদ হঠাৎ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করেন হাসপাতালে ভর্তি করেন।

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত বাবর আলীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারি রিয়াদ ও জিহাদকে আটকে অভিযান চলছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম