Logo
Logo
×

সারাদেশ

ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তা, ফেনীতে এবি পার্টির বিক্ষোভ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম

ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তা, ফেনীতে এবি পার্টির বিক্ষোভ

বরিশালের মীরগঞ্জে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তা করার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছেন ফেনীর এবি পার্টির নেতাকর্মীরা।

রোববার রাতে ফেনী শহরের ট্রাংক রোডে এবি পার্টি ফেনী জেলার আহ্বায়ক মাষ্টার আহছান উল্যাহর সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্যে দেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল।

শাহ আলম বাদল বলেন, ২৪-এর যে কয়েকজন মহানায়ক তার মধ্যে অন্যতম আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময় বরিশাল মীরগঞ্জে কোনো উন্নয়নের ছোঁয়া দেখা যায়নি। বিগত দুই বছর যাবত তিনি এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে একটা একটা করে সমাধানের পথ বের করে যাচ্ছেন; কিন্তু একটি পক্ষ ব্যারিস্টার ফুয়াদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। আজকে আড়িয়াল খাঁ নদীর ওপর ভিত্তিপ্রস্তর করার সময় তার ওপর হামলা করা হয়েছে।

এ সময় এবি পার্টি ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক নাজরাজা হাফিজ অম্লান, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটনসহ এবি পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম