কালিয়াকৈরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৩৫
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির দুইপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় গাজীপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান সমর্থক ও মনোনয়ন বঞ্চিত গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহম্মেদ সিদ্দিকীর সমর্থকদের মধ্যে উপজেলার রাখালিয়াচালা, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও মাটিকাটা রেলক্রসিং এলাকায় হামলা সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান পক্ষের লোকজনের অভিযোগ- ধানের শীষের প্রচারণা করতে গেলে মনোনয়নবঞ্চিত ইশরাক সিদ্দিকীর লোকজন আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের ব্যবহৃত ১৫-২০টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
মনোনয়নবঞ্চিত ইশরাক সিদ্দিকী পক্ষের লোকজনের অভিযোগ- মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের লোকজন আমাদের অফিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে তারা আমাদের লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে।
মজিবুর গ্রুপের আহতরা হচ্ছেন- পৌর ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অন্তর, ২নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রিয়াদ আহম্মেদ সৈকত, কালিয়াকৈর সরকারি কলেজের ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ, তুহিন, নীবির, সজিব। অপরদিকে এ সময় ইশরাক সিদ্দিকী গ্রুপের আহতরা হলেন- পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেকান্দার আলী, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি মিয়া, পৌর সভার ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, পৌরসভার ১নং বিএনপির সহ-যুব উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মানিক, ১নং ওয়ার্ড বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক সুজন মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক সজিব হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রিপন, ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাদেক আলী, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেনসহ ৩০-৩৫ জন নেতাকর্মী।
মনোনয়নবঞ্চিত ব্যারিস্টার ইশরাক আহম্মেদ সিদ্দিকীর পক্ষের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার বলেন, মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রার্থীর মজিবুর রহমানের লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা মহড়া দিয়ে দলবল নিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালায় এবং মারপিট করে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তো ধানের শীষেরই লোক। তাহলে তারা আমাদের ওপর এমন হামলা চালাবে কেন?
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, আমার নেতাকর্মীরা প্রচারণা চালাতে গেলে ইশরাক সিদ্দিকীর লোকজন বাধা দেয় । এ সময় আমার নেতাকর্মীদের ওপর হামলা করে ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
