Logo
Logo
×

সারাদেশ

ছোট ভাইয়ের বঁটির আঘাতে প্রাণ গেল মৎস্যজীবী দল নেতার

Icon

‎ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

ছোট ভাইয়ের বঁটির আঘাতে প্রাণ গেল মৎস্যজীবী দল নেতার

‎ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই মাঠপাড়া গ্রামে ছোট ভাই জুয়েলের (৩০) বঁটির আঘাতে বড় ভাই সোহেল (৩৫) নিহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা গ্রামের শফিউদ্দিন মণ্ডলের ছেলে। তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের গান্না ইউনিয়নের সভাপতি ছিলেন। নিহত সোহেল দুই সন্তানের জনক।

‎জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রোববার দুপরে শফিউদ্দিন মণ্ডলের বড় ছেলে সোহেল ও ছোট ছেলে প্রবাসী সাব্বির হোসেন ওরফে জুয়েল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছোট ভাই জুয়েল রান্নাঘরের বঁটি দিয়ে বড় ভাই সোহেলকে কুপিয়ে মারাত্মক জখম করেন। মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৪টার দিকে মারা যান তিনি।

‎ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোহেলের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

‎ ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঘাতক জুয়েলকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম