ট্রান্সফরমারে কাজের শ্রমিকের মৃত্যু, ডিপিডিসির ২ প্রকৌশলী বরখাস্ত
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী এবং উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ডিপিডিসির এনওসিএসর সিদ্ধিরগঞ্জের অধীনে আদমজী এলাকায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় তাদের প্রাথমিকভাবে দায়ী করে বরখাস্ত করা হয় বলে জানা যায়।
রোববার সন্ধ্যা ৭টায় এ বিষয়টি নিশ্চিত করে ডিপিডিসির এনওসিএসর ডেমরা ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলী বলেন, এক শ্রমিক নিহত ও দুজন আহত হওয়ার ঘটনার প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১ ডিসেম্বর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
রোববার সন্ধ্যায় বরখাস্তের বিষয়টি সাংবাদিকরা জানতে পারেন।
ডিপিডিসির একটি সূত্র জানায়, এনওসিএস সিদ্ধিরগঞ্জ কার্যালয় থেকে তাদেরকে প্রত্যাহার করে ডিপিডিসির প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়। একইসঙ্গে ডেমরা এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিদ্ধিরগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয় গ্রাহক ও এলাকাবাসীর অভিযোগ, এ অফিসের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী দীর্ঘদিন ধরে ঘুস-দুর্নীতির মাধ্যমে দপ্তরকে অনিয়মের কেন্দ্রস্থলে পরিণত করেছিলেন। অভিযোগ ছিল ডিপিডিসির এনওসিএসর সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে টাকা ছাড়া কোনো কাজই হতো না। এ ঘটনায় গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ডিপিডিসির এনওসিএসর সিদ্ধিরগঞ্জের আদমজীর একটি সিনেমা হলের কাছে ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণের সময় হঠাৎ লাইন চালু হয়ে শ্রমিক নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং দুজন আহত হন। ঘটনাটি দায়িত্ব অবহেলার ফল বলেই স্থানীয়রা মনে করছেন। দুর্ঘটনার পর ডিপিডিসি তিনটি তদন্ত কমিটি গঠন করলেও এখনো কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
