দেয়াল চাপা পড়ে তাঁতী দল নেতার মৃত্যু
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনাপাড়ায় পুরাতন ভবনের দেয়াল চাপা পড়ে আমজাদ হোসেন (৩৫) নামে এক তাঁতী দল নেতার মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ ওই এলাকার মৃত শফিউল আলমের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন। তিনি রাজাখালী ইউনিয়নের তাঁতী দলের সক্রিয় সদস্য ছিলেন। নিহত আমজাদ দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে প্রতিবেশী কালামুন্সির জমিদার বাড়ির একটি পুরাতন পাকা ভবন ভাঙার কাজ করছিলেন আমজাদসহ তিন–চারজন শ্রমিক। বিকালে হঠাৎ ভবনের একটি দেয়াল ধসে আমজাদের উপর আছড়ে পড়ে। সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাখালী ইউনিয়ন তাঁতী দলের সদস্য সচিব জুনায়েদ বলেন, একটি মর্মান্তিক দুর্ঘটনায় আমজাদ হোসেন প্রাণ হারিয়েছেন। তিনি তাঁতী দলের ইউনিয়ন কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান।
