Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনায় ইসলামি বইমেলা

ইসলামি বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম

ইসলামি বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে

নেত্রকোনায় ইসলামি বইমেলায় পাঠকদের ভিড়। ছবি: সংগৃহীত

বই পড়ার মাধ্যমে মানুষের অন্তর আলোকিত হয়, বিবেক জাগ্রত হয় এবং জীবন সঠিক পথের দিকে পরিচালিত হয়। বিশেষ করে ইসলামি বই শুধু জ্ঞান দেয় না—মানুষের চরিত্র গঠন, নৈতিক মূল্যবোধ বৃদ্ধি ও ঈমানি চেতনা জাগ্রত করার শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। ভালো বই মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটায় এবং মানুষকে নৈতিক ও আদর্শবান হতে সাহায্য করে। 

তরুণ প্রজন্ম যদি বইমুখী হয়, তবে সমাজে আলোর বিস্তার ঘটবে। বই মানুষের সেরা বন্ধু—এবং ইসলামি বই মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনে।

এই উপলব্ধি থেকেই নেত্রকোনায় আয়োজিত হয়েছে পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের উদ্বোধনের মধ্যে দিয়ে গত ২ নভেম্বর মঙ্গলবার থেকে ৬ নভেম্বর নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এই বইমেলার আয়োজন করে নেত্রকোনা ইসলামি বইমেলা বাস্তবায়ন কমিটি।

পাঠকদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং ইসলামি সাহিত্যকে আরও ব্যাপকভাবে পরিচিত করতে আয়োজক কমিটি এই উদ্যোগ গ্রহণ করে। পুরো মেলাজুড়ে ছিল পাঠক-দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতি। নারী-পুরুষ, তরুণ-তরুণী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় প্রমাণ করেছে—ইসলামি বইয়ের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।

মেলার বিক্রয়কারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর দর্শনার্থী ও ক্রেতাদের সাড়া ছিল সন্তোষজনক।

বইমেলায় প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন বইমেলায় এসে বই কিনেছেন এবং মেলার অনুষ্ঠান স্থলে তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন।

বইমেলা সম্পর্কে কথা বলতে গিয়ে বইপ্রেমী পাঠক হাফিজুর রহমান বলেন, ইসলামি বই আমাদের জীবন গঠনে খুবই সহায়ক। এত বড় আয়োজন আমাদের মতো সাধারণ পাঠকদের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক। এ ধরনের বইমেলা নিয়মিত হলে আমরা আরও বেশি উপকৃত হব।

পাঠক সিয়াম আহমদ নিজের অনুভূতি জানিয়ে বলেন, বছরের অন্য সময় ইসলামিক বই কেনার মতো পরিবেশ বা সুযোগ পাই না। এই বইমেলা আমাদের জন্য সেই সুযোগ তৈরি করেছে। মেলাতে অনেক ভালো বই পেয়েছি—এটি সত্যিই আনন্দের।

পাঠক মুহিবুল্লাহ খান জানান, নেত্রকোনায় এমন একটি ইসলামি বইমেলা যেন প্রতিবছরই হয়—এটাই আমাদের চাওয়া। মানুষ বইমুখী হলে সমাজ উপকৃত হবে। এই মেলায় এসে আমরা অনেক নতুন বই সম্পর্কে জানতে পেরেছি এবং সাশ্রয়ী দামে কিনতেও পেরেছি।

আয়োজক কমিটির সদস্যরা বলেন, জ্ঞানচর্চার এই মহৎ ধারা বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর শোকরিয়া, নেত্রকোনার ইসলামি বইমেলা প্রত্যাশার চেয়েও ভালো সাড়া ফেলেছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে, আরও সুন্দর আয়োজনে বইমেলা করার আশা ব্যক্ত করেছেন তারা।

সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটির অন্যতম মুরুব্বি মাওলানা আসাদুর রহমান আকন্দ বলেন, “মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে নেত্রকোনা ইসলামী বইমেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। বইপ্রেমী সকল পাঠকের উপস্থিতিই মেলাকে প্রাণবন্ত করেছে। আয়োজক কমিটি, প্রকাশনীসমূহ, জেলা প্রশাসন ও পৌরসভার দায়িত্বশীল সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। 

নেত্রকোনার বইমেলায় প্রতিদিনই হাজারও বইপ্রেমী নারী পুরুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বই বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে এই কয়েক দিন একটি উৎসবের আমেজ বয়েছে কালেক্টরেট মাঠে। প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন বইমেলায় এসে বই ক্রয় করেছেন এবং মেলার অনুষ্ঠান স্থলে তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন।

দিন শেষে বই ক্রেতাদের লটারির মাধ্যমে বই পুরস্কার প্রদান করা হয়েছে এবং প্রতিদিনই ইসলামিক প্রশ্নের কুইজ বিতরণ করা হয়েছে ও সঠিক উত্তরদাতাদের লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করে বই পুরস্কার প্রদান করা হয়েছে। এটি ছিল বইমেলার বিশেষ আকর্ষণ।

মেলায় ঢাকার বাংলাবাজার থেকে ২৩টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এটি ছিল দ্বিতীয় বারের মতো আয়োজন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম