মক্তবে অন্যদের ছুটি দিয়ে শিশুকে ধর্ষণ, ইমাম গ্রেফতার
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অন্যদের ছুটি দিয়ে মক্তবের এক কন্যাশিশুকে (৮) ধর্ষণে অভিযুক্ত মসজিদের ইমাম মোজাম্মেল হককে (২২) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
চরভদ্রাসন থানার এসআই এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত রোববার রাত সাড়ে ৮টায় ঢাকার খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মাদিয়া মাদ্রাসার পাশ থেকে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে।
এসআই এনামুল হক খান জানান, সোমবার সকালে মোজাম্মেল হককে ফরিদপুর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, মোজাম্মেল হক উপজেলার উত্তর আলমনগর গ্রামের মোল্যাবাড়ি জামে মসজিদে ইমামতি করতেন এবং সকালের মক্তবে শিশুদের আরবি শেখাতেন। গত ৪ ডিসেম্বর সকাল ৮টায় মোজাম্মেল হক মক্তবের অন্য শিশুদের ছুটি দেওয়ার পর এক কন্যাশিশুকে (৮) আলাদাভাবে পড়ানোর অজুহাত দিয়ে মসজিদে রেখে দেন। পরে ওই শিশুকে মসজিদের ভেতরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ইমামের বিরুদ্ধে। শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে এসে তার মাকে ঘটনা খুলে বলে। পরে শিশুটির মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
শিশু ধর্ষণে অভিযুক্ত মোজাম্মেল হক নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম মাদ্রাসায় মাওলানা বিভাগের একজন শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি চরভদ্রাসন উপজেলার আলমনগর গ্রামের মোল্যাবাড়ি জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।
