Logo
Logo
×

সারাদেশ

জনগণ স্বাধীনতাবিরোধীদের আস্ফালন মেনে নেবে না: প্রিন্স

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

জনগণ স্বাধীনতাবিরোধীদের আস্ফালন মেনে নেবে না: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতাবিরোধীদের আস্ফালন মেনে নেবে না। ইসলামের নামে জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল। অথচ ইসলামে স্বাধীনতা একটি মৌলিক অধিকার ও মহান আল্লাহর নিয়ামত হিসেবে বিবেচিত।

তিনি বলেন, জামায়াত শুধু স্বাধীনতার বিরোধিতাই করে নাই, মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সঙ্গে একাত্ম হয়ে মুক্তিকামী জনগণের ওপর মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তারা রাজাকার, আল শামস বাহিনী গঠন করে গণহত্যা চালিয়েছে।

সোমবার দুপুরে ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে ধোবাউড়া মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে ধোবাউড়ায় ‘মুক্তিযুদ্ধের জাদুঘর’ স্থাপনের ঘোষণা দিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধাদের জীবন এবং যুদ্ধের বীরত্বগাথা ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য ধোবাউড়া মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে এবং শহীদ, জীবিত ও মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের নামে ধোবাউড়ার বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে। ধোবাউড়ার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বই ও ডকুমেন্টারি প্রকাশ ও প্রচার এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে ধোবাউড়ার মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ‘মুক্তির গল্প’ বলার অনুষ্ঠান আয়োজন করা হবে।

ধোবাউড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদিরের সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এক্সিবিউশন বনোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়- বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মিরাজ আলী, বীর মুক্তিযোদ্ধা ক্ষিতিশ চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা এসকে হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক বক্তব্য রাখেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম