আমি চাকর হয়ে আপনাদের সেবা করতে চাই: মজিবুর রহমান
কোনাবাড়ী-কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মজিবুর রহমান বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আপনারা হবেন আমার মনিব আর আমি আপনাদের চাকর হয়ে সেবা করতে চাই। একজন ভিক্ষুকের যেমন কোনো অহংকার থাকে না, আমার মাঝেও তেমনি কোনো অহংকার পাবেন না। আর আমি একজন ভিক্ষুক হয়ে আপনাদের কাছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট ভিক্ষা চাই। আর আপনাদের সেই ভিক্ষার মাধ্যমে আমি আপনাদের চাকর হয়ে সেবা করব।
সোমবার (৮ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ীর নতুনবাজার এলাকায় ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আসনে নির্বাচন করছেন। আর আমি একজন ব্যক্তি মাত্র। এখানে আমাকে ভোট দিলে তারেক রহমানের কাছে গিয়ে এই ভোট যুক্ত হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। এ সময় তিনি আরও বলেন, আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হই তাহলে এই কোনাবাড়ীর যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিচ্ছি। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিবেন আর আমি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করে পাশে থাকব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক সরকার ও সাধারণ সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
