Logo
Logo
×

সারাদেশ

প্রবীণ সংবাদপত্র বিক্রেতা দয়াল বাঁচতে চান

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

প্রবীণ সংবাদপত্র বিক্রেতা দয়াল বাঁচতে চান

সংবাদপত্র বিক্রেতা (হকার) সামছুদ্দিন দয়াল। ছবি: যুগান্তর

জয়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা (হকার) সামছুদ্দিন দয়াল (৮০) দুর্ঘটনায় কোমরের হাড় ভেঙে বিছানায় কাতরাচ্ছেন। এ মুহূর্তে তার অপারেশনসহ সুচিকিৎসার প্রয়োজন; কিন্তু অর্থাভাবে সহায় সম্বলহীন এই মানুষটির পাশে এখন দাঁড়ানোর মতো কেউ নেই। প্রায় দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে তিনি জয়পুরহাট শহরে সংবাদপত্র বিক্রি করতেন। প্রতিদিন কাকডাকা ভোরে মানুষের দ্বারে দ্বারে তিনি পৌঁছে দিয়েছেন জাতীয় ও স্থানীয় পত্রিকা; কিন্তু জীবনসায়াহ্নে আজ তিনি বড়ই অসহায়। নিজের জায়গা-জমি বলতে কিছুই নেই তার। 

জয়পুরহাটের সদর উপজেলার তেঘর গ্রামে তার বাড়ি হলেও প্রায় অর্ধশত বছর আগে তিনি নিজ বাড়ি ছেড়ে জয়পুরহাট জেলা শহরে আসেন। শহরে তার নিজের বাড়িঘর না থাকায় একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে পৌর শহরের নতুন হাটের পার্শ্ববর্তী সরদারপাড়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সহায়তার জন্য শুরু করেন সংবাদপত্র বিক্রির কাজ। এভাবে ভালোই চলছিল। এর মধ্যে প্রায় দুই মাস আগে হঠাৎ বাথরুমে পড়ে তার কোমরের দুটি হাড় ভেঙে যায়। এরপর থেকে অনেক কষ্টে জীবন কাটছে তার বিছানায়। 

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রতিদিন তার চার থেকে পাঁচশ টাকার ওষুধ কিনতে হচ্ছে। তার এই ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তার দরিদ্র মেয়ে-জামাই। চিকিৎসকের পরামর্শে তার জরুরি অপারেশন করানো প্রয়োজন। এতে প্রায় দুই লক্ষাধিক টাকা খরচ হবে; যা তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই বর্তমানে মেয়ের বাসায় প্রায় বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে জীবন কাটছে তার।

জীবনের এই কঠিন মুহূর্তে সমাজের বিত্তবানসহ সকল শ্রেণি-পেশার হৃদয়বান মানুষের কাছে তিনি আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। হয়তো কারও আর্থিক সহায়তা পেলে অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে পূর্ণ সুস্থ হয়ে আবারও সংবাদপত্র বিক্রি করার মাধ্যমে আর্থিক স্বচ্ছলতায় বাকি জীবন কাটাতে পারবেন জয়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা (হকার) দয়াল। তার নগদ নাম্বার ০১৭১২-৫৬৭৩৮০।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম