মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যায় মামলা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের তারাগঞ্জে দুর্বৃত্তদের হাতে নিহত বীর মুক্তিযোদ্ধা দম্পতি নিহতের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে বড় ছেলে সুবেন রায় রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রোববার দিবাগত রাতে উপজেলার কুশা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে নিজ বাড়ির ভেতরে ঢুকে দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় (৭৮) ও তার স্ত্রী সুবর্ণা রায় পুস্পকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে।
এদিকে সোমবার যোগেশ রায় ও তার স্ত্রীর সৎকারের জন্য যমুনাশ্বরী নদীর তীরের শ্মশানে পৃথকভাবে দাহ করা হয়েছে।
সোমবার বিকালে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ বাড়িতে আনা হলে আত্মীয়-স্বজন ও গ্রামের লোকজন ভিড় করেন। এলাকায় চলছে শোকের মাতম।
মুক্তিযোদ্ধার বড় ছেলে ও মামলার বাদী সুবেন রায় জানান, আমার বৃদ্ধ মা-বাবাকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, থানায় রোববার রাতে অজ্ঞাতনামা আসামি করে তার ছেলে হত্যা মামলা করেছেন। প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করেছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন জানান, রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো হয়েছে।
