অসহায় রোজেলা হাজংয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন কায়সার কামাল
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ পাঁচ মাস শয্যাশায়ী অবস্থায় থাকা ৮০ বছরের রোজেলা হাজংয়ের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
দলের স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে ৭ ডিসেম্বর রোজেলা হাজংকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোজেলা হাজং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের মেনকি গ্রামের বাসিন্দা। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী গত পাঁচ মাস ধরে পুরোপুরি বিছানায়। তার একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন, ফলে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রাখতে হয় অধিকাংশ সময়। এমন মানবিক ও সামাজিক সংকটে থাকা রোজেলার চিকিৎসার সুযোগ প্রায় শূন্যপর্যায়ে নেমে এসেছিল।
গত ৮ নভেম্বর লেংগুড়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে বাঁশের তৈরি চাঙ্গারী বেয়ে দুইজন গ্রামবাসী তাকে কাঁধে করে নিয়ে আসেন ডাক্তারের কাছে। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা বলেন, রোজেলা হাজংয়ের জরুরি অপারেশন প্রয়োজন; কিন্তু স্থানীয় অঞ্চলে উন্নত সার্জিক্যাল সেবার অভাব থাকায় দ্রুত বিভাগীয় শহরের হাসপাতালে নিয়ে অপারেশন করা জরুরি হয়ে পড়ে; কিন্তু রোজেলা হাজংয়ের সেই সামর্থ্য নেই।
দীর্ঘদিন ধরে দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবার জন্য কাজ করে যাচ্ছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামাল। রোজেলার বিষয়টি জানার পরই তিনি চিকিৎসার দায়িত্ব নেন এবং দ্রুত হাসপাতাল ভর্তি করার উদ্যোগ নেন। তার নির্দেশনা ও আর্থিক সহায়তায় টিমের সদস্যরা ৭ ডিসেম্বর সকালে রোজেলাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং শিগগিরই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
হাজং নেতা পল্টন হাজং বলেন, দুর্গাপুর-কলমাকান্দা অঞ্চলে স্বাস্থ্যসেবা এখনো নাগরিক মানের বাইরে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী হাজং, গারো ও অন্যান্য নৃ-গোষ্ঠীর মানুষদের চিকিৎসা, পুষ্টি ও মৌলিক সুবিধা থেকে তারা এখনো বহু দূরে। ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক উদ্যোগ এবং রোজেলা হাজংয়ের চিকিৎসার বিষয়টি এ সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। তিনি এমপি নির্বাচিত না হয়েও, যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, আমরা হাজং জনগোষ্ঠী ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গারো পাহাড়ের কোলঘেঁষা এ অঞ্চলের মানুষ বিশেষ করে হাজং সম্প্রদায় বহু বছর ধরে স্বাস্থ্যসেবার বঞ্চনায় ভুগছেন। একজন মানুষও যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সেটাই আমার অঙ্গীকার। দলীয় বিভাজন নয়, মানবিক দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমার এ ধরনের মানবিক উদ্যোগ, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে অব্যাহত থাকবে। মহান আল্লাহ চাইলে, একে একে এ অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনব ইনশাআল্লাহ।
