Logo
Logo
×

সারাদেশ

এনসিপির রাজশাহী জেলা কমিটি পুনর্মূল্যায়নের দাবি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

এনসিপির রাজশাহী জেলা কমিটি পুনর্মূল্যায়নের দাবি

রাজশাহী জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাংশ সংবাদ সম্মেলন করেছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা আড়াইটায় মহানগরীর সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা এনসিপির সদ্য ঘোষিত কমিটি পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়েছে।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য রাজশাহী এনসিপিকে নিয়ে যে নোংরামি চলছে, সেটি আমরা বরদাশত করব না। আমাদের ক্লিয়ার মেসেজ, জাতীয় নাগরিক পার্টি আপনারা রাজশাহীতে প্রতিষ্ঠিত বা পরিচিত করেননি। এনসিপি প্রতিষ্ঠায় আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার প্রতিটি ভাইয়ের শ্রম, ঘাম, পরিশ্রম ও ত্যাগ রয়েছে। এ দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন। তা না হলে, কালোশক্তির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা হবে এবং তাদের রাজশাহী থেকে বিতাড়িত করা হবে।

তিনি আরও বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে- এই বাংলাদেশ এখনো পরিশ্রমীদের সঠিক মূল্যায়ন দিতে শেখেনি। যদি শিখতো- তাহলে সব ঝামেলা উপেক্ষা করে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে রাজশাহীতে সংগঠনটি সুন্দরভাবে সাজাতে পারত।

লিখিত বক্তব্যে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজু আরও বলেন, একটা প্রশ্ন প্রিয় কেন্দ্রীয় ভাইদের কাছে- যোগ্যতা কি বয়সের মাপকাঠিতে হয়? যদি হতো তাহলে তো নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করত না। প্রিয় ভাইয়েরা ঢাকায় নেতৃত্ব দিয়েছেন- আর আমরা রাজশাহীতে- পার্থক্য এটাই। আফসোস যারা নিজের জন্য রাজনীতি করে, তারাই আজ যোগ্য বলে বিবেচিত হয়েছে। মাঠে ময়দানে লড়াই সংগ্রামে না থেকেও।

তিনি বলেন, রাজনীতিকে নষ্ট করেন না প্রিয় অভিভাবকবৃন্দ। আমরা তরুণ প্রজন্ম রাজশাহীতে এনসিপি নিয়ে সম্ভাবনা ও সুন্দর স্বপ্ন দেখি। ব্যক্তি স্বার্থের জন্য দলটাকে ধ্বংস করবেন না। কেন্দ্রের কাছে অনুরোধ রাজশাহী জেলা কমিটি যোগ্যতার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করবেন এবং যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলো সমাধান করবেন। অন্যথায় আমাদের ছুটি দিবেন। আমরা কোন কালোশক্তি, লোভ লালসা ও ক্ষমতার চেয়ারের জন্য নিজেদের আদর্শকে বিসর্জন দিতে চাই না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ইফাত উদ্দিন আবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা প্রতিনিধি আব্দুল বাসির, এনসিপি জেলার সদস্য নিজাম উদ্দিন রাজা, আজিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রসঙ্গত, এনসিপি রাজশাহী জেলা কমিটি ঘোষণার পর থেকে দলটির একটি অংশ আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগে জেলার আহ্বায়ক সাইফুলকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে কর্মসূচি ও পাল্টা কর্মসূচির মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজশাহী জেলা ও মহানগর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ জনকে বিশৃঙ্খলার দায়ে শোকজও করেছে। শোকজের পরদিনই এ সংবাদ সম্মেলন করল জেলা এনসিপির একাংশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম