Logo
Logo
×

সারাদেশ

জুলাই শহীদের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটের অভিযোগ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

জুলাই শহীদের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটের অভিযোগ

বগুড়ায় তুচ্ছ ঘটনায় গত জুলাই গণঅভ্যুত্থানে ‘শহীদ’ কমর উদ্দিন বাঙ্গীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার রাতে শহরের আকাশতারা গ্রামে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাসুদ করিম জানান, বাঙ্গীর আত্মীয়ের কেনা জায়গা নিয়ে চাঁজাবাজির ঘটনায় স্থানীয় বিএনপির একপক্ষ প্রতিপক্ষের ওপর হামলা করেছে। আক্রান্ত একজন বাঙ্গীর বাড়িতে আশ্রয় নিলে সেখানে হামলার ঘটনা ঘটে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত জুলাই গণঅভ্যুত্থানে ‘শহীদ’ কমর উদ্দিন বাঙ্গীর এক আত্মীয় আকাশতারা এলাকায় বাড়ি করার জন্য জায়গা কেনেন। এতে স্থানীয় বিএনপির কর্মীরা চাঁদা দাবি করে। বাঙ্গীর ভাগ্নে বিএনপি কর্মী শিমুল এর প্রতিবাদ জানান। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে শিমুলের ওপর প্রতিপক্ষের হামলা হয়। শিমুল আশ্রয় নেওয়ায় বাঙ্গীর বাড়িতে হামলার ঘটনা ঘটে।

তবে ‘শহীদ’ কমর উদ্দিন বাঙ্গীর মা জমেলা বেগম ও অন্যরা অভিযোগ করেন, রোববার রাত ১০টার দিকে আকাশতারা গ্রামে বাড়ির কাছে তার নাতি (বাঙ্গীর ভাগ্নে) শিমুল ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় ইমরান ও ইমনসহ তাদের সহযোগীরা শিমুলকে কুপিয়ে আহত করে। হামলা থেকে বাঁচতে শিমুল মামা বাঙ্গীর বাড়িতে ঢুকে পড়েন। তখন হামলাকারীরা ওই বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এতে বাধা দেওয়ায় স্থানীয় দুজনকে মারপিট করা হয়।

এ সময় দুর্বৃত্তরা বাড়িতে থাকা ৫০ হাজার টাকা লুটপাট করে বলে অভিযোগ করা হয়। আহত শিমুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, ‘শহীদ’ কমর উদ্দিন বাঙ্গীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম