Logo
Logo
×

সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে কাসেমীকে শোকজ

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গে কাসেমীকে শোকজ

সংগঠনের শৃঙ্খলাবহির্ভূত বক্তব্য রাখায় জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ)  করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এ নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা ও সাংগঠনিক সিদ্ধান্ত  অমান্যের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

মনির হোসাইন কাসেমী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামী দলের প্রার্থী হয়েছিলেন। সর্বশেষ বিএনপি সারা দেশে ২৭২ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা  ঘোষণা করলেও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেনি।

শোকজে উল্লেখ করা হয়, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই সিদ্ধান্তের আলোকে জানানো যাচ্ছে যে, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে আপনার আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীতভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিলও বটে! ইতোপূর্বে প্রাথমিকভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিকভাবে আপনাকে সতর্কও করা হয়েছে, কিন্তু আপনার বক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি, বরং পূর্বের মতো দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন বক্তব্য আপনি দিয়েই যাচ্ছেন।

এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না? এ ব্যাপারে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলো। এ নোটিশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ১০ দিনের মধ্যে আপনি দলের সভাপতি বরাবর জবাব দাখিল করবেন। এ সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে যেকোনো সাংগঠনিক  ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মনির হোসেন কাসেমী শোকজ করার বিষয়ে সততা স্বীকার করে বলেন, দল থেকে শোকজ করা হয়েছে। আমি দলের সিদ্ধান্ত অনুযায়ী শোকজের জবাব নির্ধারিত সময়ের মধ্যেই প্রদান করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম