Logo
Logo
×

সারাদেশ

ঠাণ্ডায় রেললাইনে ফাটল!

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

ঠাণ্ডায় রেললাইনে ফাটল!

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের পাশে ২৫৩নং পিলারের কাছে অতিরিক্ত শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দিয়েছে।

তবে রেললাইনে ফাটল দেখা দিলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে দাবি করেছেন স্টেশনমাস্টার আব্দুল আওয়াল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রামপুলিশ নাজমুল হোসেন জানান, সোমবার ভোরে তিনি ওই ফাটলটি লক্ষ্য করেন এবং পরে কর্তৃপক্ষকে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাটলের উপর দিয়েই ট্রেন চলাচল করছে। তবে দুপুরের দিকে ফাটলটির মেরামত কাজ শুরু হয়।

মাধনগর স্টেশনমাস্টার আব্দুল আওয়াল জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে খবরটি পেয়ে সান্তাহার স্টেশনমাস্টারকে অবহিত করা হয়। পরে মেরামত টিম বরেন্দ্র ট্রেনে পৌঁছে কাজ শুরু করে।

তিনি আরও জানান, অতিরিক্ত শীতে লোহা সংকুচিত হওয়ায় প্রায় প্রতি বছরই এমন ফাটল দেখা যায়।

এদিকে সান্তাহার স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার সান্তাহার থেকে মাধনগর পর্যন্ত আরও অনেক স্থানে ফাটল দেখা গেছে এবং মেরামত কাজ চলছে। তবে এসব ফাটলে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম