Logo
Logo
×

সারাদেশ

নারীকে হত্যার পর চোখ উপড়ে ড্রেনে ফেলে যায় প্রেমিক

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

নারীকে হত্যার পর চোখ উপড়ে ড্রেনে ফেলে যায় প্রেমিক

সিরাজগঞ্জ পৌর এলাকার নলিছাপাড়ার একটি কলাবাগান থেকে উদ্ধার হওয়া চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ওই নারীকে হত্যার পর চোখ উপড়ে ড্রেনে ফেলে যায় প্রেমিক।

এ ঘটনায় নিহত নারীর প্রেমিক সোহেল রানাকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তিনি একই ইউনিয়নের গুনেরগাঁতী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে।

নিহত নারীর নাম মোছা. মরিয়ম বেগম (৪৮)। তিনি সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের বাসিন্দা।

সোমবার দুপুরে সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মরিয়ম বেগম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রায় দুই থেকে তিন বছর আগে তার সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সোহেল বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে মরিয়ম সময় নিতে চাইলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল।

একপর্যায়ে ৫ ডিসেম্বর মরিয়ম ও সোহেল সিরাজগঞ্জ সদর উপজেলার কুশিয়াহাটা এলাকায় দেখা করেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মরিয়মকে শ্বাসরোধে হত্যা করেন সোহেল। পরে মরিয়মের চোখ উপড়ে লাশ পাশের কলাবাগানের একটি ড্রেনে ফেলে রেখে তিনি পালিয়ে যান। এ ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার দুপুরে স্থানীয় বাসিন্দারা আবাদি জমির পাশে একটি কলাবাগানে চোখ উপড়ানো নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম