বিদেশ পাঠানোর কোটি কোটি টাকা আত্মসাৎ, কথিত স্ত্রীসহ যুবক কারাগারে
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লন্ডন পাঠানোর নামে একাধিক তরুণ-তরুণীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় কথিত স্ত্রীসহ এক যুবক এখন কারাগারে।
তারা হলেন- ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মিরজানগর সি ব্লকের মো. ইব্রাহীম ও নাছিমা বেগমের ছেলে মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) ও তার কথিত স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)।
যশোরের কোতোয়ালি থানার সেক্টর ৭-এর ৬নং বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া।
পুলিশ জানায়, আদিল ও সোমা স্বামী-স্ত্রী পরিচয়ে সিলেটের জিন্দাবাজারের এলিগেন্ট মার্কেটের এসআই ইন্টারন্যাশনাল নামক একটি ট্রাভেলস খুলেন। তাদের তাদের প্রচারণায় আকৃষ্ট হয়ে আইইএলটিএস সম্পন্ন করা অনেক তরুণ-তরুণী নিজেদের গহনা জমি জায়গা বিক্রি করে লন্ডন যাওয়ার জন্য তাদের হাতে তুলে দেন লাখ লাখ টাকা। ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার নামে তারা জনপ্রতি ১৫ লাখ টাকা থেকে শুরু করে ২০-২২ লাখ টাকাও নিয়েছেন। সব মিলিয়ে তাদের হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ২ কোটি টাকার প্রমাণ মিলেছে।
এ ব্যাপারে প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেন। মামলার পর গত রোববার তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
