Logo
Logo
×

সারাদেশ

সেই দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

সেই দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সেই দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সচেতন নাগরিক সমাজ। 

রাজনগর উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউএনওর নেতৃত্বে সিন্ডিকেট- শিরোনামে গত ৪ ডিসেম্বর দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই ফুসে উঠেন উপজেলার সচেতন নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা ব্যাপক প্রতিবাদ করেন।

রাজনগর সদর ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলাম মাল্লুমের সভাপতিত্বে ও সাংবাদিক আহমদ উর রহমান ইমরানের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম বকুল, রাজনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম রাসেল, সমাজকর্মী আজিজুল হক রিপন, রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাছুমুর রহমান, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ তোয়াবুর রহমান, সাংবাদিক মো. ফরহাদ হোসেন, চিকিৎসক শাহ আবু বকর সুমন, ব্যবসায়ী ফয়ছল আহমদ, সিলেট ল কলেজের সাবেক ছাত্রদল নেতা বদরুল ইসলাম সাহেদ ও শিক্ষার্থী ফজলে রাব্বি খান প্রমুখ।

এ সিন্ডিকেটের মূলহুতা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর অনুপ চন্দ্র দাশ ও প্রশাসনিক কর্মকর্তা মো. বাদশা মিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম