৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ এএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিঠুন মজুমদার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণধোলাই দেয়।
সোমবার (৮ ডিসেম্বর) বিকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মিঠুন মজুমদার শিশুটিকে একা পেয়ে রাস্তা থেকে তুলে নিজ ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে।
শিশুটি বাড়িতে ফিরে আসলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। পরে শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণধোলাই দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে গ্রেফতার করে।
শিবচর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আহত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

