Logo
Logo
×

সারাদেশ

বিএনপির প্রয়াত নেতা কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী পালিত

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

বিএনপির প্রয়াত নেতা কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে পারিবারিক কবরস্থানে সকালে শ্রদ্ধার্থ নিবেদন, ফাতিহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে ভোরে ফজর নামাজ শেষে ফরিদপুর মুসলিম মিশন মাদ্রাসায় ও মসজিদে কুরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং দুপুরে বিশেষ দোয়া ও এতিমদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

এছাড়া আগামী ১৩ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতির ওপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম