Logo
Logo
×

সারাদেশ

‘নারীর উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদার করা হবে’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:২০ এএম

‘নারীর উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদার করা হবে’

জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার গণসংযোগ ও প্রচারণা। ছবি: যুগান্তর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা দিনব্যাপী তিনি সদর উপজেলার ১২ নম্বর চন্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ড এবং বাজার এলাকায় প্রচারণা চালান।

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে নামার পর থেকেই এলাকায় সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ তৈরি হয়েছে। প্রচারণার অংশ হিসেবে তিনি পথসভা, উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বিশেষভাবে নারী ভোটারদের সঙ্গে আলাদা আলোচনা করেন।

গণসংযোগ চলাকালে অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে করমর্দন, পরিচিতি বিনিময় এবং তাদের সমস্যা-বঞ্চনার কথা শোনেন। জনগণ তাকে নির্বাচিত করলে আধুনিক ও উন্নত চাঁদপুর গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে একটি ইনসাফভিত্তিক ও দায়িত্বশীল সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। সেখানে প্রতিহিংসা, চাঁদাবাজি, দখলবাজি, অবিচার বা জুলুমের কোনো স্থান থাকবে না। দেশের মানুষ সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে বসবাস করবে। অসহায় ও দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যয় সরকারি খরচে বহন করা হবে। নারীদের মর্যাদা, নিরাপত্তা ও উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদার করা হবে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

কৃষকদের জন্য সরকারি প্রণোদনা বৃদ্ধি, উন্নত বীজ-সার ও কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় শহর জামায়াতের সমাজ উন্নয়ন সংস্থার জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুল কাদের খান, ইউনিয়ন জামায়াতের সভাপতি পল্লী চিকিৎসক মো. ইকবাল হোসেন খান, সেক্রেটারি মাওলানা মো. মনিরুল ইসলাম, সহসভাপতি মাওলানা মো. আব্দুল কাইয়ুম শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে বিভিন্ন স্থানে জনসমর্থন ও শুভেচ্ছা পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা আরও বেড়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম