চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শিবগঞ্জে, দুপুরে ভোলাহাটে এবং বিকালে গোমস্তাপুরে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জের সত্রাজিতপুরে রাস্তা পারাপারের সময় ভুটভুটির ধাক্কায় উপজেলার নারায়ণপুর গ্রামের বাসেদ আলী (৯৩) মারা যান। এদিকে ভোলাহাট উপজেলার ইসলামপুর এলাকায় স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় হাসান আলী (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
হাসান আলী ভোলাহাটের ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে ও বাসেদ আলী শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে।
অপরদিকে বিকাল সাড়ে তিনটার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আশিক আলী (২৫) ও আবদুল্লাহ (৩০) ঘটনাস্থলেই মারা যান। তাদের বাড়ি ভোলাহাট উপজেলার ছেট জামবাড়িয়া ও বড়গাছী গ্রামে।
আশিক ভোলাহাটের ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলী ছেলে ও আব্দুল্লাহ বড়গাছি বাজার পাড়ার আপেল মাহমুদের ছেলে।
শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর থানার ওসিরা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
