শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শীতে জবুথবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। দিন ও রাতের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে। বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন পড়েছে তীব্র ভোগান্তিতে।
গত ১০ দিন ধরে কুড়িগ্রামের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করলেও বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকে প্রচন্ড। দিনের বেলা সূর্যের আলোয় চারদিকে আলোকিত হলেও তেমন উত্তাপ থাকে না।
এ শীতে নারী, শিশু ও বৃদ্ধরা রয়েছেন সবচেয়ে ভোগান্তিতে। বিশেষ করে স্কুলগামী ছোট ছোট সোনামণিরা।
এদিকে হাসপাতালগুলোতে রয়েছে শীতজনিত রোগীর প্রচন্ড ভিড়।

