সিরাজগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী প্রীতি
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রাথমিক মনোনয়ন পেলেন দলের অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
বুধবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।
দ্যুতি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের রামগাঁতী গ্রামের অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা চৌধুরী বখতিয়ার মামুনের মেয়ে।
দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি ২০১৪ সালে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু সাহিত্য বিভাগে ভর্তি হয়ে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
মনোনয়নপ্রাপ্ত এনসিপির নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি তার দল থেকে প্রাথমিক মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরেই তিনি উল্লাপাড়ায় বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষকে জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি প্রথমেই এলাকার বেকারদের কর্মসংস্থানের চেষ্টা করবেন। এছাড়া চিকিৎসা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নেও তার অগ্রণী ভূমিকা থাকবে। তিনি সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
