মৃত্যুর পরেও একে অপরকে ছাড়েনি মামা-ভাগ্নে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলাপাড়া গ্রামে পানিতে ডুবে মামা ও ভাগ্নে মারা গেছে। পানি থেকে গলা ধরাধরি করা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর পরেও একে অপরকে ছাড়েনি মামা-ভাগ্নে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বাড়িসংলগ্ন পুকুরের পারে খেলতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে সাভাব (২) ও আবু তোহা (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সাভাব ও আবু তোহা একই গ্রামের শাহাজাহান মণ্ডল ও আবু তালেবের ছেলে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কে মামা-ভাগ্নে শিশু দুটি সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে পা পিছলে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে শিশু দুইজনকে গলা ধরাধরি করা অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, এ মর্মান্তিক ঘটনায় আমি মর্মাহত। সেই সঙ্গে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিউর রহমান ও রৌমারী থানার এসআই শাহানুর রহমানসহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে যান এবং মৃত দুই শিশুকে দেখে দুঃখ প্রকাশ করেন। পরে পরিবারকে শান্ত দিয়ে লাশ দাফন করার জন্য অনুমতি দিয়ে আসেন।
