Logo
Logo
×

সারাদেশ

নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীত ইঞ্জিনচালিত নৌকার ইঞ্জিনে পরনের লুঙ্গি প্যাঁচিয়ে মো. হানিফ মিয়া নামে এক যুবক মারা গেছেন। বুধবার সকালে জেলার খালিয়াজুরী রসূলপুর ঘাটে এ ঘটনা ঘটে। 

মো. হানিফ মিয়া (৩৬) পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার পাঠান গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হানিফ কিশোরগঞ্জের ইটনা এলাকা থেকে ছয় মাসের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নেন। নৌকাতে বাঁশবোঝাই করে তাহেরপুর যাওয়ার পথে খালিয়াজুরীর রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে নৌকাটি নোঙর করে বিরতি নেন। পরে নৌকা ছেড়ে যাওয়ার সময় বুধবার সকালে নৌকায় থাকা অপর ব্যক্তির ইঞ্জিন চালিয়ে দিয়ে হানিফের লুঙ্গিতে প্যাঁচিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি চৌধুরী বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম