নাটোর-১
ব্যারিস্টার পুতুলের পক্ষে প্রচারে মা ও ভাই
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোর-১ আসনে নির্বাচনি প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে ভোট চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের স্ত্রী ও ২০১৮ সালে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুন্নাহার শিরিন ও প্রার্থীর ভাই ইফতেখার আরশাদ প্রতিক।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় উপস্থিত থেকে তারা ভোট প্রার্থনা করেন।
কামরুন্নাহার শিরিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এই আসনে মনোনয়ন দিয়েছে প্রয়াত মন্ত্রী, এলাকার অবিসংবাদিত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে। পরিচ্ছন্ন, মেধাবী ও সাংগঠনিক সক্ষমতার কারণে তাকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতি-নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
অনেকে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও প্রকৃত বিএনপি ও জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীদের কেউই বিভ্রান্ত হবেন না বলে মন্তব্য করেন তিনি।
কামরুন্নাহার শিরিন বলেন, দলের সিদ্ধান্ত মেনে সবাই ধানের শীষ প্রতীকে পুতুলকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তার মাঝে তার বাবার প্রতিচ্ছবি খুঁজে পাই। তিনি জয়ী হলে বাবার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন- প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের কনিষ্ঠ পুত্র ইফতেখার আরশাদ প্রতিক, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ।
